আজ প্রভাতে গোমড়া আকাশ
অনিল শূন্য গুমোট চারপাশ।
সাদা কালো কজ্জল করেছে নীলিমা গ্রাস
তর্জন-গর্জন-হুংকারে ধরণীর বুকে ত্রাস।
আজ ঝড়বে না সে প্রকৃতির কান্না হয়ে;
বরুনাস্ত্র সে, আঘাত হানবে তীব্র বেগে ধেয়ে।
পূর্ব দিগন্তে সূর্যদেব পর্দা টেনেছে দৃষ্টিতে
মেঘের ক্রোধে বিহ্বল সে আলোক শূন্য প্রাতে।
আধার এখন মানব প্রাণে আধার ভূবন মাঝে
স্থান-কাল-পাত্র সব অন্ধ, তফাৎ নেই সকাল-সাঝে।
এখনই সময়, স্বীকার করো ক্ষিপ্ত বরুনাস্ত্র
ধুয়ে-মুছে-সাফ হয়ে যাক সব কালিমা-দেহ-বস্ত্র।
ঐ ঝড়ে পরে বর্ষা ধারা, অস্ত্র সে তো নয়!
গ্রহন যবে করলে তবে-  ভবে শান্তি ধারা বয়।
আড়াল ভেঙ্গে দিনপতি উঠল আবার হেসে
দখিন সমীরন আসছে ধেয়ে জড়াবে ভালবেসে।
নব প্রশান্তি নব প্রভাতে নব প্রকৃতি নয়নাভিরাম
প্রাণের উচ্ছ্বাসে প্রকৃতি পদে ভক্তি পূর্ণ প্রাতঃপ্রণাম।