এমন একটা পদ্য লেখার প্রয়াস করি
বহুদিন বহু বৎসর ধরে
এমন শৈল্পিক রচনা- দাগ কেটে যাবে
সব পাঠকের মনের ঘরে।


কী সব লিখি ছাই-পাশ, আজগুবি
নিজেই বুঝি না অন্যে বুঝবে কী!
নিরন্তর মনের জ্বালা নিভাতে গিয়ে
কেবল ভস্মে ঢালি ঘি।


ছন্দের মালা গাঁথার তরে মনের পটে
অনুসন্ধান; শব্দ খুঁজে আনি
হয়না গাঁথা- আধারে হাতড়াই আর
টানি অপশব্দের ঘানি।


বলতে যা চাই হয়না বলা
উল্টো গাঁথা গাই
মনের কথা মনেই থাকে, শব্দাভাবে
বিষম ব্যথা বই।


হায় পণ্ডকাব্য!
শূন্য মাঝে উদাস চেয়ে রই।