এখানে আকাশ ধূসর,নীল বর্ণ এখানে ফ্যাকাসে।
জীবনের রং যখন নীল প্রকৃতির সব রং তখন নির্বাসনে।
এখানে শরতে সাদা মেঘ ভাসে না,ম্লান হয় কাশফুলের সৌন্দর্য।
বৈশাখীর কালো মেঘ ভয়ংকর, তবুও তার শোভা আছে,
ঐ কালো কজ্জল আমার কাম্য।
সমুদ্রের নীল শাড়ি সাদা পাড় হেথা নেই;
সব কেমন কুঁচকুঁচে, অন্ধকার অমাবস্যা।
মেঘলা দিনে বৃষ্টিমুখর সূর্যের বিপরীতে
বিক্ষিপ্ত আলোয় উদ্ভাসিত রংধনুটাও কেমন বিবর্ণ।
হতাশা-নিরাশা যখন বাঁদাবনের মতো জাপটে ধরে জীবনকে-
তখন কাঁটাবনে বসে থাকা শুভ্র শশকটাকেও মনে হয় বন্দি।
ইচ্ছে হয় যাই ছুটে যাই- বন্দিদশা থেকে ঐ শুভ্র-- শুভ্র??
এ যে ধূসর! ছাই বর্ণ!
দূর ছাই! এ কেবল দুরাশা, মিথ্যে আস্ফালন।।