আম্পান বয়ে গেছে
রেখে গেছে ছাপ।
জীবন ক্ষণিক থমকে গেছে
প্রকৃতির অভিশাপ।
উপড়ে গেছে টিনের চালা
উপড়ে গেছে গাছের শিকড়।
ভেসে গেছে নদী-নালা
ডুবে গেছে পথ-প্রান্তর।
জীবন ক্ষয়ী ঝড়ের বেগে
মনে জলোচ্ছ্বাসের কাঁপন ধরে।
করজোড়ে ভিক্ষা মাগে
মানুষগুলো প্রাণের ডরে।
ঝড়ের রাত্রি নিদ্রাহীন
সময়ে যাবে দুখের দিন।
আসবে আবার প্রভাত নবীন
বাজে ঐ নতুন আশার বিন।
জীবন আবার চলবে হরদম
রবে প্রকৃতির দোলাচল।
আশা বুকে না ফুরাবে দম
বিষাদ-হরষে রব অবিচল।