হে পাষাণ হিয়াধারী বেদনা বোঝ না
মিছে মোরা যাচি তব চরণে করুণা।।


ঝরে নাকি আঁখি তব হে চির নিঠুর
দেখ নাকি ব্যথা রাশি মানব শিশুর
সবি যদি জানো তবে কেন এ ছলনা।।


চরাচরে মম তরে শুধু অবহেলা
সুধা সেতো সুধা নহে গরল পেয়ালা
তুমি বিনা বোঝে কেবা কত না যাতনা।।