এ দুঃসময় কেটে যাক আর আসুক নতুন ভোর
আলোর রাশি ভুবন জুড়ে ঘুচাক আধার ঘোর
আকাশ পাড়ে নক্ষত্ররা ঝলসে উঠুক ফের
মরা গাঙে জোঁয়ার আসুক ভাটি থাকুক জের।
বৃষ্টি নামুক স্নিগ্ধতায় আজ প্রাণ জুড়াবে তায়
রামধনুকের রং ছড়াবে জীবন সীমানায়
প্রজাপতি মেলুক ডানা ছড়াক শোভা তার
ফুলের দেশে বিচরণে সুখে বসত যার।
পাখির ছানা কিচির মিচির করুক সারাক্ষণ
শিশুর মুখে লেগে থাকুক হাসি অনুক্ষণ
ধরাতলে কালো ছবি যাক্ না মুছে আজ
আলোর পথের পথিক মোরা পড়ব আলোর তাজ।