আমি শিল্পগুণ বিবর্জিত একজন
আমার রচনা বিস্বাদ; মাধুর্য বিহীন।
প্রবাহমান অমৃত সুধা সাগরে নিরন্তর থাকি ভাসমান
তবু পিয়াস মেটেনা কিছুতেই;
অঞ্জলি ভরে সুধা তুলে আনি, আর
ঢক ঢক করে গলাধঃকরণে মত্ত হই;
তার স্বাদ আস্বাদন করার যোগ্যতাই নেই আমার....
আমি অসীম আকাশ হয়ে নক্ষত্রদের ধারন করার প্রয়াস করি,
অথচ একটিও নক্ষত্রের ঝলকানি সইবার ক্ষমতা নেই আমার গহীনে।
জ্ঞানীর মত তর্কে অবতীর্ণ হই, সত‌্যকে ঢাকি কু-যুক্তির জালে;
আমার জিহ্বা সদা মূর্খতা পূর্ণ বাক্য করে উচ্চারণ...
শুভাকাঙ্খীগণ দূরে সরে যায় চাপা কষ্টের হাসিতে;
আর আমি বিমর্ষ হই মুষড়ে পড়ি, আত্মোপলব্ধিতে পথে ফিরি অন্তিমে।