নিদ্রা ছাড়ি ভোরে উঠে পাঠে দিও মন
পড়ালেখার সঠিক সময় জানিও তখন
অলস জনা থাকে শুয়ে দশটা অব্দি হায়
তার জীবনে হয় না ভালো কেবলি হায় হায়!


সঠিক সময় সঠিক কার্য করে না যে জন
উচিত কালে উপায় ভুলে করিবে ক্রন্দন
পথ হারাবে গুলে খাবে, ধোঁয়া হবে সব
বিনাশ্রমে পায় না কিছু, মিছে কলরব।


ভোর বেলাতে শান্ত থাকে সকল জগৎময়
এ সময়ে জটিল বিষয় সরল সাধন হয়
সভ্য যারা বুঝতে পারে সময়ের কী দাম
বিধি বিধান মান্য ক'রে ধরায় করে নাম।


প্রাতঃকালে অল্প ক্ষণে যত করো কাজ
সারাদিনে হয় না সমান ক্লান্তি করে রাজ
দেহের কষ্ট দেহে থাকে মুখটা করো ভার
মনটা বেজায় কেঁদে মরে উপায় নাহি আর।


কাঁদলে শেষে উপায় কী আর হবে বলো তাই?
আজি হতে পণ করে নাও আর তো সময় নাই
যেমন তেমন করে জীবন কাটাবে না আর
হেলা করে বেলা তুমি করবে না গো পার।