আলোর ভুবনে আলোর সারথি তুমি হতে যেন পারো
শ্রেষ্ঠ হতে না, উত্তম হতে তাই প্রচেষ্টা করো।
শ্রেষ্ঠত্বের বাসনা থাকলে জেনো ভয় থাকে সাথে
হেরে যাই নাকি! সদা মন থাকে নিষ্ঠুর সংঘাতে।
সর্বোত্তম হওয়ার পথে থাকে নাকো কোনো ভয়
জ্ঞান তেষ্টায় ঘোর সাধনায় আপনি মহান হয়।
সততার সাথে জীবনের পথে বেয়ে যাও তরী ধীরে
নিশার আঁধারে অকূল পাথারে ভিড়বে তরণী তীরে
সত্যের পথ চিরদিন অতি কঠোর জানিও মনে
তবু সত্যকে ছেড়ো নাকো কভু এ যে সুখ আনে প্রাণে।
পথের কাঁটাকে পায়ে দলে যাও; ভয় কেন পাবে তারে?
মিথ্যা যতই শক্তি ধরুক অন্তিমে পড়ে ঝরে।
আপন ব্যথারে বড় করে কভু দেখো না নিজ জীবনে
পর বেদনায় সমব্যথী হও সুখসঙ্গ চয়নে।
ছোটখাটো দাগা ভুলে থাকো প্রিয় পরসুখে হও সুখী
অযথা ফেলো না অশ্রু রত্ন নিজেকে ভেবোনা দুখী
চিরসুখী কেউ হয়না কখন সবারই আছে ব্যথা
তা বলে কি সবে কাজ ফেলে রেখে গাইবে দুখের গাঁথা?
নদীর কূলের ভাঙা গড়া থাকে এইতো নদীর খেলা
আঁধারের শেষে আলোর প্রকাশ, নিয়তি জানে না হেলা।
মনের জানালা খুলে রাখো যেন আলো এসে পড়ে সেথা
জগতের প্রভা তোমারই হবে কদর করলে যথা।
মুখের কথায় সাবধান হও, বিবেচনা করো আগে
তোমার কথায় অপরের মনে আঘাত যেন না লাগে।
পরের পরাণে কাঁটা দিয়ে যদি সুখ অনুভব হয়
অচিরে সে সুখ কাঁটাবন হয়ে জড়াবে তোমার গাঁ'য়।
পরের কারণে স্বার্থ ত্যাজিলে যে শান্তি তারে দেখো
শোক কোরো নাকো না পেলেই কিছু,যা পাও আগলে রাখো।
পরের ভালোয় হিংসা কোরো না সময় যাচ্ছে বয়ে
আপনার কাজে মনোযোগী হও জীবনের গান গেয়ে।
কথায় কথায় অন্যের দোষ খুঁজতে যেও না কভু
নিজের কি দায় খুঁজে দেখ তারে আশিষ দিবেন বিভু।