ওগো মহৎ প্রাণ
আজি বিদায় বেলা বিদায় বলতে মম কাঁদিছে প্রাণ।
হে গুণী রিক্ত মোরা, যেন শূন্যতায় পূর্ণ চারিধার-
কী দিয়ে যে তোমারে জানাব বিদায় কী আছে দেবার?


                               এনেছি বক্ষে ধরে-
হৃদয়ের আবেগ ভালবাসা অনিঃশেষ তব তরে;
তোমা হতে যা কিছু পেয়েছি এতদিন কিঞ্চিত তারি
দিতে যদি গো পারি আজিকে এ লগনে অঞ্জলি ভরি
ধন্য যে হবো তবে।
তুমি সতত প্রাণে চিরদিবস তরে অম্লান রবে।


হে বন্ধু প্রিয়তম,
দানিছো শীতলতা চিরকালীন চন্দ্র কিরণ সম।
তুমি বেঁধেছো প্রেমে, সে প্রেম ভুলি সাধ্য কী আছে তায়?
আপনারে হারায়ে খুঁজে পাই তোমারি প্রেমের-ছায়।


জানি হে মহাপ্রাণ-
এ নহে শেষ তব, শুরু হবে নতুন পথের গান-
শুভ হবে আগামী, শূন্যরে তুমি পূর্ণ করে তুলবে
তব চরণ যেথা পড়বে সেথা আপনি তম ঘুচবে।


                                শুধু এই প্রান্তর-
একটি সুপরিচিত পদচারনায় না রবে মুখর।
যে আলো তোমা হতে পেয়েছি এতদিন মমত্ববোধে
তারেই পুঁজি করে এগিয়ে যাব আসন্ন ভবিষ্যতে-
কর হে আশীর্বাদ
যেন তব স্বরূপে প্রেমে বাঁধি অপরে চির নির্বিবাদ।
শেষে প্রার্থনা এই
আনন্দ কলতানে ভরে থাক্ জীবন নিত্য সুখেই।।