আমার আমিকে হারিয়ে ফেলেছি আমি
অজানা বাসনা মনে দিয়ে যায় উঁকি,
চোখের পাতায় ঘুমের পরশ মাখা
তবু জোড় করে তারে টেনে ধরে রাখি;
কারে যেন খুঁজি, ভাসা ভাসা ছবি দেখি,
কান পেতে থাকি যদি মৃদু ভাষা শুনি!
আশায় আশায় রাত কেটে যায় হায়
মিছেই কেবল স্বপনের বীজ বুনি।
অকারণ শুধু প্রেমের প্রহর গুণি,
রাত্রির নীলে অধঃমুখ আধো চাঁদ
মুখটিপে হাসে বুঝি লজ্জার হাসি
অবুঝ হৃদয় বোঝেনি বিষম ফাঁদ।