আজিকে আকাশ ভেঙে পড়েছে গো আমার মাথায়,
আষাঢ়ের ওই শীতলতা নয়, ভেঙেছে প্রখর রুদ্র চৈতী দাবদাহ নিয়ে;
উত্তপ্ত এ মস্তকেরই নোনা লাভা স্রোত ঝরছে ললাট থেকে অবিরত
হৃদয়ে রুধির বেগ তীব্রতা পায় ক্রমাগত
ক্রমে চোখে-মুখে তমসা ঘনায়-
হাতড়ে বেড়াই ঘন আন্ধারে- কিছুই পাই না।
কে আছে আমার? কী আছে আমার?
নেই, কেউ নেই কিছুই তো নেই!
কোথাও কাউকে পাই না যে খুঁজে; পারি না বালিশে
মুখ গুঁজে আমি গুমড়ে কাঁদতে, পারি না কিছুতে-
না, পারি না আমি করতে কিছুই-
ঝর্নার তলে দাড়িয়ে পারি না অশ্রু লুকাতে
বক্ষফাঁটানো আর্তনাদের চিৎকারও যে আসে না আমার
একাকী নিরবে কপোল ভিজিয়ে বর্ণহীনারে গড়িয়ে গড়িয়ে
আমার তপ্ত মরুর বুকটি ভাসাতে পারি না।
শিখিনি কষ্ট জানাতে কখনো, না জানি ব্যথারে ভুলাতে, ভুলতে।
মায়া কাটাতে শিখেছি কি কভু? জবাব জানি না।
জানি না কোথায় সুখের ঠিকানা; শুধুই জানি যে
মায়া বাড়াতে, হাসির আড়ালে বেদনা লুকাতে।