বৃষ্টি পড়ে ছন্দ-তালে
নৃত্য করে- কে ওখানে মেয়েটা!
প্রাণখোলা হাসিতে টোল গালে!
চেনা চেনা লাগে! দেখি তো তার মুখটা!


ওমা! এ যে মোদের ঘরের রানি!
ওকি! লজ্জা পাও কেন তুমি?
বৃষ্টিরে দাও হাতছানি-
বৃষ্টিতে তুমি হারা; তোমাতে আমি।


ওরে! কে আছিস আয় দেখে যা
হাসি আর বৃষ্টির স্নিগ্ধতা-
আজকে খুশির ভাগ নিয়ে যা
রানির নাচে রেখে যা মুগ্ধতা।


আমাদের ছোট্ট রানি
বাদল ধারায় মাতে।
বাঁকা অঙ্গে নৃত্য ঝলক টানি
চায় বর্ষা সফল করতে।



##আমার ভ্রাতুষ্পুত্রী অর্পিতা'র বৃষ্টি ধারায় অপরিসীম উল্লাসে নৃত্যভঙ্গি দেখে কবিতাটি রচনা করেছি। কবিতা টি তাকেই উৎসর্গ করলাম।