আজি বৃষ্টি স্নাত সারা দিনমান
ধরার ধূলিতে মনের গলিতে হচ্ছে জলের সিঞ্চন।
শীতল হাওয়া শরীরে জাগায় শিহরন
চোখ বুজে তাই আপ্লুত হই ঘুচায়ে সকল আবরন।
বৃক্ষরাজি মধুময় স্পর্শে শান্ত দন্ডায়মান
ঝিরিঝিরি পবন প্রবাহে পাতারা মৃদু কম্পমান।
এখনই আসবে মায়াবী সন্ধ্যার লগন
আমার উগ্র বাসনারা জাগে ছিড়ে সব বন্ধন।
ঘন বর্ষনে সবুজ কচি ঘাসের ডগার মতন
কেঁপে কেঁপে যে ওঠে মোর তনু-মন।
সায়রে জল তরঙ্গে হেরি বৃষ্টি বারি নাচন
যেন চরনে তাদের রুমুঝুমু সুরে নূপুর বাদন।
ঐ তালে নাচে রম্ভা উর্বষী যেন, আমার পরাণ
রুপালি ধারায় রিনিঝিনি কাঁকন বাজায় কঠিন পাষাণ।
গোধূলীর শেষ আলোর রেখা মুছে যায় যখন
চন্দ্রগ্রাসী অমাবস্যা নামে, আধারময় ভূবন।