আমার ঘরের বুলবুলিটা
মিষ্টি স্বরে গায়,
মুগ্ধ হয়ে শুনি আমি
চমকিত গাঁ'য়।
গল্প কথায় মুখর থাকে
নাইতো বলার শেষ,
ইচ্ছে হলেই নাচে গানে
মাতিয়ে দেয় বেশ।
সকল সুখের উৎস সে যে
নয়নের মণি,
সবখানেতে সবার সাথে
সেই মধ্যমণি।
ছলা কলা দুষ্টুমিতে
স্বপ্ন দেখায় সে,
ভাল কাজে জুড়ি নাই তার
হাস্যময়ী সে।
কম হলেই সে কান্না জুড়ে
অল্পেতে হাসে,
তাইতো তারে সকলে- খুব
যে ভালবাসে।