জ্বালো আরো আগুন জ্বালো
ঢালো আরো ব্যাথা ঢালো
ভাঙ্গা বুকে নির্মম সুখে
রুদ্র নৃত্যে ঝংকার তোলো।।
জ্বালো আরো আগুন জ্বালো।


বজ্রানলে ঝলসে তোলো
অশ্রু সায়র শুকায় ফেলো
যত পারো আঘাত আরো
হানো মোরে বিষম শেলো।।
জ্বালো আরো আগুন জ্বালো।


হয়তো আমি ভস্ম হবো
না হয় পুড়ে খাঁটি হবো
করি না ভয় জয় পরাজয়
মন্দ করি স্পর্শে ভালো।।
জ্বালো আরো আগুন জ্বালো।