ঋতু বিহীন অথবা রুক্ষ প্রকৃতি পূর্ণ নগরীর বুকে
হেটে চলেছি আমি আর তুমি। পিছনে থাকছে
শুধু আমাদের অগোছালো পদচিহ্ন; ইতিহাস হবে বলে।
চলেছি কখনো ডানে কখনোবা বাঁয়ে;
একে অন্যকে অবিশ্রাম টেনে চলেছি;
ভাবছি- কত স্বস্তিকর এ নব নির্মিত বাসভূমি;
এই আবহাওয়া, জলবায়ু। পায়ের তলায় এখন আর
মাটি নেই, ও যেন কুসুম পদ্ম।
শ্বাস-প্রশ্বাসে এখন আর ধুলা ঢোকে না নাসিকায়;
বদলে টেনে চলেছি বিষাক্ত ঘন বায়ু নিরন্তর!
ভাবছি- কত সুন্দর করে গড়ে তুলেছি এ পৃথিবী;
আমাদের সন্তানেরা, আগামী প্রজন্ম
কতই না আলো পূর্ণ প্রভাত দেখবে; যেন
ফিরে পাবে কবিতার স্নিগ্ধতা।
ঝোপ-ঝাড়, বন-জঙ্গল কেটে আমরা সৃষ্টি করেছি
অট্টালিকা আর বড় বড় কল-কারখানা
যা আমাদের অফুরন্ত সুখের ভাণ্ডার।
এই তো আমাদের স্বপ্ন-সুখের চিন্তাধারা
ফলাফল - সাড়াদিন কোলাহল, রুগ্ন চরাচর, মৃত্যুকূপ,
লাশের শহর।
পৃথিবীটাকে দেখছি প্রতিদিন নতুনরূপে নতুন ধ্বংসলীলা।



রচনাকাল:
১৬/১০/২০০৯
আগৈলঝাড়া