ঘুণে ধরা রাষ্ট্র ব্যবস্থা
একটি বৃহৎ মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্রের ন্যায়
মগজ ধোলাই দিয়ে পরিবর্তনের নামে
মেধাশূন্য খালি কলসির ঝনঝনানি
বাজিয়ে চলেছে অবিরত।
এখানে উন্নয়নের জোয়ারে ভেসে
দিন বদলের ঘুম পাড়ানি গল্প শোনা যায়।
এখানে ভাগ্য আটকে থাকে পত্রিকার পাতায়, রাশিফলের অনুপ্রেরণায়।
ভবিষ্যত এখানে অতীত হয় নতুন ভবিষ্যতের সম্ভাবনায়।
কিন্তু মানুষের জীবনমানের চাকা মরচে পড়া বেয়ারিং এর মত;
তার সময় স্থির, চলন শূন্য।
পরাধীনতার শৃঙ্খল এখানে পায়ে নয়, বরং
সমগ্র শরীরে আস্টে-পৃষ্ঠে জড়িয়ে আছে শীত বস্ত্রের মত।
দিন যায় রাত আসে আবার সকাল হয়
কেবল অন্ধকার ফুরোয় না।