তোর আঁধার ঘরে চাঁদের আলো
নাইবা পেলি তুই;
তোর কুঞ্জ বনে নাইবা ফুটলো
গোলাপ কিবা জুঁই;
তোর গগনে নক্ষত্র রাত মিছে
টেলিসকোপে চোখ
সেথায় সাদা মেঘের ভেলা মিছে
প্রখর অতি রোদ।
সাদা কাশের বনে একা হাঁটিস
‌ব্যথার গীতি গেয়ে,
আঁখি নীরে করিস নিত্য নালিশ
আকাশ পানে চেয়ে।
তোরই সজল চোখে প্রশ্ন ভাসে
দুঃখ কিসে মোছে?
কোন সে পথ্য মনের দাগা নাশে
সুধাবি কার কাছে!
ভালবাসা নাইবা পেলি রে তবু
তুই ভালবেসে যা;
কষ্ট চেপে হাসি ছড়িয়ে যা; কভু
এ অশ্রু বিকোস না।
সব রচনাই অলীক জানিস
সব বেদনা মিছে,
না পাওয়াতেই আনন্দ জানিস
দুঃখ ‌ত্যাগে ঘোচে।।