(১) মায়াবী রাত
     পূর্ণিমা চাঁদ ডাকে
     বাড়িয়ে হাত।


(২) রাতের নীলে
      মিটিমিটি তারকা
      সুন্দর জ্বলে।


(৩) কী সাবলীল
      ঝিরিঝিরি প্রবাহে
      শান্ত অনিল।


(৪) আহা নির্মল
     হেরি তরঙ্গহীন
     দীঘির জল।


(৫) রূপালি আলো
     চোখে ধরায় নেশা
     ঘুচায় কালো।


(৬) ফিরি একাকী
      খোলা গগন তলে
      বেদনা ঢাকি।


(৭) আঃ অপরূপ
     মোহিত হই দেখে
     রাতের রূপ।


(৮) স্নিগ্ধতা আনে
     কিবা আলোকচ্ছটা
     নয়ন পানে।