একদিন হবে আমার অধীন জগতের সব আলো
সবটুকু জ্যোতি আমি শুষে নেব আমারই গহ্বরে
বড় হতাশায় তাদেরি গগনে ঘনাবে নিবিড় কালো
তোমাদের যারা আমারে ঠেলেছ আধারের প্রান্তরে।
আমার আঁধার মিলাবে তখন আলোর ঝলক লেগে
সূর্য স্বরুপ জ্বলবো যখনি  পৃথিবী শিখর চূড়ে
তোমরা সেদিন মুঠো খুলে রবে সফল স্বপন ভাগে
তোমাদের যারা নিন্দিছো মোরে সারাদিনমান ভরে।
তোমাদের কুপী তেলহীন হবে পাবে না সেথা ভাতি,
উর্ধ্ব গগনে করুন চাহনি আলোকের আশে রবে
আমারি দীপ্তি ঘোচাবে সেদিন তোমাদের কালরাতি
আমার পথের উজল দিশায় পথিক হবে গো সবে।
মম বন্দনা গাইবে সবাই আমারে বাসিবে ভালো
টুটে যাবে সব বাঁধন-বেদন নিরাশ চিহ্ন যত
তোমরা সেদিন ভুলতে চাইবে অতীতের সব কালো
আমারে ভুলাতে বিচিত্রতর রঙ্গ করিবে কত।
জানিনা তখন কেমন হবে গো আমার মনের মতি
এ দিবস আমি কেমনে ভুলিব যখন পোহাবে রাতি
কেমনে দু-বাহু প্রসারিব আমি গড়িব অমরাবতী
যেথায় গরল রবে নাকো সবে অমৃতে রবে মাতি।
অন্তর হতে উৎসারিত এ আমার মনের বাণী
একদিন জানি সত্য হবেই প্রত্যয় বেঁধে রাখি
মানো কি না মানো অবিরত টানো বক্রচক্র ঘানি
দিবস রজনী এক করে আমি ঐদিন আশে থাকি।