দ্বিতীয় পর্ব


রায়ের বেটার ক্ষেতেতে যাবার সময় যাচ্ছে বয়ে
সেদিকে বধূর খেয়াল হয়না, থাকে কু-ভাবনা লয়ে
উদাসিনী বধূ ফকিরের লাগি বাঁধে মরনের সাঁকো
অভুক্ত স্বামী ক্ষেত পানে যায় কোনো কথা কয় নাকো।
স্বামী বিদায়ের কিছুক্ষণ বাদে কানাই আসিল হেথা
তারে দেখে বধূ চঞ্চল হলো হেসে হেসে কয় কথা
পাত পেতে কয় বসো গো ফকির সেবা লও কিছু মোর
এত কেন দেরি? প্রতিদিন আসো হতে না হতেই ভোর!
রাত জেগে আমি পিঠা বানিয়েছি, দেখতো কেমন হলো?
ভালো কি মন্দ যেমনই হোক সত্য কথাটি বোলো।
চোখে মুখে তার কুটিল হাসিতে উঠেছে কেবল ছেয়ে
খাবার থালাটি পিঠায় ঢেকেছে কু-বাসনা মনে নিয়ে;
বিষমাখা সব কুলি পিঠা আর পাটিসাপটাও দি'ছে
জীবন প্রদীপ নিবিয়ে দেবার প্রবল প্রমাদ আছে।