বিষন্নতা আমাকে ঘিরে ধরেছে
ভবিষ্যৎ নিয়ে আমি শঙ্কিত
কি হবে? কি করি? কি করব?
প্রশ্নের উত্তরে আমি চমকিত
আসলে উত্তরে নয়, বরঞ্চ
বলা ভালো অনুত্তরে শিহরিত
প্রশ্নেরা জবাব খুঁজে খুঁজে হয়রান
সুধাকর সুধাহীন, আলো সমাহিত।
কোথায়? কবে? কখন? কিরূপে?
পরবে কলমের শেষ আচড়
সহসা ঝলসে ওঠা তড়িৎ রেখা
লুকায় অনুরূপ আমার উত্তর।
বাসনারা গুমড়ে কাঁদে
চাতক স্বরূপ অপেক্ষার প্রহর
গণি গণি চলে দিবা-রাত
ফলহীন আমার বাঞ্চা বহর।
ইচ্ছেরা পতিত ভাগাড়ে
ধূলিমাখা ওরা ধূলিসাৎ
ব্যাকুুল তিয়াসা গরল পিয়ালা
আপনি বরি লয় অকস্মাৎ।
আমার গুপ্ত আকাঙ্খা সব
কাঁদে দিবস-শর্বরী কাঁদে বিরামহীন
কালের আবর্তনে ঘুরে মরে
ক্লান্তি অবসাদ অনন্ত অসীমে বিলীন।