তোমার থলিতে পয়সার ঝনঝনানি
আমার পাত্র শূন্য।
তাইতে তুমি হলে মহা-জ্ঞানী!
আমি অতি নগণ্য!
তোমার মত পূণ্যবান দেখেনি কেউ একালে!
আমি অবোধ পাতক!
তোমার জয় জয় কার শুনি ভূ-তলে!
আমার বুলি নিরর্থক!
অবিরত দান-ধ্যানে সিদ্ধ হস্ত তোমার!
আমি জল-দুধহীন একজন।
সাধারণে প্রণমে তোমারে আরবার!
আমি চিড়া ভিজাতে মগ্ন অনুক্ষণ।
জানি, তোমার বাণী অন্তঃসার শূন্য
তবু লোক মুখে মধু!
কী অপূর্ব! যেন সমাজে সঞ্চারে পূণ্য!
অর্থের কী যাদু!
তুমি ঘুর পথে হও বিত্তশালী
সততার কলস ফাঁকা।
আমি সোজা-সাপ্টা, সহজ পথে চলি
জনবুলি- সব'টা বুদ্ধির চাকা!
কিছু বোঝ বা না বোঝ; জানো বা না জানো
তাতে কিবা আসে-যায়!
যদি প্রাচুর্য থাকে তবে, একথা মানো
লোকে তোমারে রাখবে মাথায়!
পরিশেষে জানো নিগূঢ় সত্য এই
একদিন বেলা ফুরাবে।
অনায়াস কারণেই হারাবে সব খেই
হাটে হাঁড়ি ভাঙবে।



বি.দ্র. সবার জন্য প্রযোজ্য নয়।