বিমর্ষ আমি হাসপাতালের বিছানায় শুয়ে
অসুখ সুখেই গড়েছে বসতি পোড়া এ দেহায়।
সমস্ত রাতি নিদ্রাবিহীন উৎসুক চোখে
দীর্ঘ থেকে হয়েছে দীর্ঘায়িত বিষব্যাথায়।
অসহ্য পীড়া সয়ে সয়ে শেষে ভোরের বেলায়
বাতায়ন খুলে পুব-দিগন্তে দেখি আলোরেখা
সূর্য এখনো স্বরূপে হয়নি যে আবির্ভূত
দিগন্তজুড়ে রক্তিম আভা শুধু ব্যাথামাখা।
প্রভাতবেলার সৌন্দর্য আজ বড় মলিন
আমার নয়নে। প্রশান্তিহীন দৃশ্য যেন এ -
দেহের আকাশে রক্তক্ষরণ ঘটবে যখন
বিশ্বজগতে তার ছাপ্ জানি নিশ্চিত রবে।