ইচ্ছে করে প্রজাপতির ডানায় চড়ে যাবো তেপান্তর
মেঘের ভেলায় ভেসে ভেসে সুখে দেখবো নীলাম্বর।
ইচ্ছে হবো সোনালী আর লাল ফড়িং এর রাজা
উড়ব আমি মাঠে-ঘাটে ফুলে ফুলে সবেই মম প্রজা।
মিশে যাবো সবুজ রঙা ঘাস ফড়িং এর দলে
পাড়ি দেব সাত সমুদ্দুর স্বপ্ন ডানায় দুলে।
ইচ্ছে হবো পাতায় পাতায় ঝিকিমিকি প্রভাত বেলার রোদ্দুর
ঝিলের জলের তরঙ্গ হবো, যাবো দৃষ্টি সীমা যদ্দুর।
ইচ্ছে রঙিন ঘুড়ি হবো শূন্য মাঝে সটান বুকে গোত্তা খাবো
পাখা মেলে বহুদূরে উড়ে বকের সারির অগ্রে রবো।
ইচ্ছে কালো ভ্রমর হবো বসবো ফুলে ফুলে
মধুপ আমি মধু লুটবো, শাপলা হয়ে হাসবো বিলের জলে।
ইচ্ছে বাবুই পাখি হবো ভরিয়ে দেব শিল্প গুণে
ঝড়-বাদলে ঝুলে রবো খেজুর পত্রে উল্টো বাসা বুনে।
ইচ্ছে আমার স্বপ্ন হবো সবার দু-চোখ জুড়ে
শুভ স্বপ্নে হারা হবে, রবে না কেউ দূরে।
ইচ্ছে আছে কত কি আর সব কী বলতে পারি?
তব মনের ঘরে সুখ হবো, কাব্য পাঠে ক'রো না কেউ আড়ি।