উল্টো দেশের উল্টো মানুষ উল্টো গাঁথা গাই
সোজা মুখে অন্ন যায় না  হাত ঘুরায়ে খাই।
সহজটাকে জটিল করি কুটিল বোধের খেল
আপন মাথা জটা বাঁধা তেলা মাথায় তেল।
যেমন খুশি চলতে পারি বলতে পারি খুব
পরের বেলায় বেশি বেশি নিজের বেলায় চুপ।
দল পাকায়ে জট বাঁধায়ে পরের ঘাড়ে দোষ
মিছামিছি হম্বিতম্বি লোক দেখানো ফোঁস।
যাচ্ছো কোথা করছো কিতা জবাবদিহি চাই
নিজের কাজে ফাঁকি রাখি পরের মাথা খাই।
ঠেলা খেয়ে পড়ে গিয়ে ঢেলা কুড়াই ভাব্
জনসেবায় জীবন গেল হায়রে বাপ্ রে বাপ্।
পুঁটিকে ভাই ইলিশ ভেবে কাটছি দাঁতে দাঁত
দেখার সুখে পেটটা ভ'রে করছি খিদে মাত্।
খালি কলসি বাজে বেশি ঝনাৎ ঝনাৎ ঝন
সহমর্মি হচ্ছি মুখে কাজে নাইতো মন।
পরের ঘাড়ে জোয়াল রেখে করছি জমি চাষ
ফসল ভালোই নিচ্ছি ঘরে বলদ পায় না ঘাস।
গরু আসে গরু যায় আর গোয়াল থাকে ঠিক
পারছি যত নিচ্ছি দুইয়ে সাধ্য সমধিক।
কেবা বাঁচে কেবা মরে হিসাব রাখি নাই
আপনি বাঁচলে বাবার নাম জানি সর্বদাই।