ভোরে বৃষ্টিতে ধুয়ে দিয়ে যাক্ যাক্ যাক্
জগতের জীর্ণতা
ধুয়ে দিয়ে যাক যত পাপ-তাপ-দৈন্য
জীবনের মলিনতা।।


ভা'য়ে ভা'য়ে হানাহানি লোকমুখে কানাকানি
মুছে যাক লাজ ভয় ঘৃণা আর সংশয়
ঘুচে যাক ব্যর্থতা।।


ধুয়ে সব সূচি হোক জরা-ব্যাধি-ব্যথা-শোক
দেহ-মনের ক্লান্তি    অন্তরের শ্রান্তি
আর দীর্ঘ দীনতা।।