বিভাবরী যায় নিদ্রাহীন দু- চোখে
কত ছবি ভাসে কত কথা মনে জাগে
চরিত্র গুলো দাড়িয়ে পড়ে রং মেখে
সংলাপ চলে কত রাগে অনুরাগে।


অতীত সময় সমুখে দাড়ায় এসে-
যুক্তিতে হেরে যাওয়া তর্কে ফের
উত্তাপ ঢালি মধ্যমণির বেশে
অকাট্য যত যুক্তি রয়েছে ঢের।


নব উদ্যমে নব প্রচেষ্টা করে
জয় লভি আমি তৃপ্তির হাসি হেসে
তবু হেরে যাই মন খারাপের ঘরে
কেন যে সময়ে হারা হয়ে যাই দিশে!


আজগুবি সব ভাবনারা মেলে ডানা
হিজিবিজি ছবি ভাসে সমাধা বিহীন
কে আসে কে যায় হঠাৎ কে দেয় হানা
হয় না কিনারা শুধু ধোঁয়াশা আসীন।


শেষ রাত্তিরে চোখে যেই জ্বালা ধরে
ভারী পাতা নামে, তবু থাকে কিছু রেশ
অনায়াসে যেন ঘুমে ডুবে যাই ধীরে
বৃথা জাগরণ; শূন্যতা অবশেষ।