জন্ম হলে মরতে হবে
মায়ার ভূবন ছাড়তে হবে
মহামায়ায় মিশতে হবে
পিছনে ফেলে সকল মায়া।


আপন আপন করো কারে
আপন নয় কেউ সংসারে
কাঁদো তুমি কার তরে
যখন আপন নয় নিজ কায়া।


জগতে কেউ নয়তো কারো
আমি-তুমি-সে আরো
মিছে বিষয়-বিষ আঁকড়ে ধরো
করো আমার আমার। বিফল চাওয়া।


যার যখন সময় ফুরাবে
আগে-পিছে যেতে হবে
মোহ মায়ায় না কেউ এঁটে রবে
পুত্র-পুত্রী কী পতি-জায়া।


মিছেই ফেলো অশ্রুজল
মিছেই করো কোলাহল
জগতে কোনো বাঁধন নয় অটল
জেনো জীবন মাত্র মরনের ছায়া।।