আধেক রাতের বাদল ধারা
শিরায় শিরায় জাগল সাড়া
আপনি হলাম আপন হারা
নয়ন যুগল নিদ্রা হারা।
বিজলী আভা নয়ন কাড়া
গর্জনে মেঘ ভীষণ তাড়া
শীতল করবে সকল পাড়া
উন্মত্ততায় চিত্ত হারা।
নয়তো আমি সাথী হারা
আমার সাথে জাগছে তারা
বারি ধারায় ভিজছে যারা;
সুখ অসুখে জীবন গড়া।।
চাতক সুখে আত্ম হারা
ময়ূর দিচ্ছে পূচ্ছে নাড়া
পাক পাখালির মাথায় খাড়া
কাঁপছে যেন সকল ধরা।
এইতো নিয়ম রীতির ধারা
কারো সুখে কারো প্যারা
জীবন পুরে এমনি ধারা
যায় না বাঁচা যুদ্ধ ছাড়া।