জীবন হোক নদীর মত প্রবাহমান....
আবদ্ধ জলাশয়ের মত নয়।
জীবন হোক জোনাকির মত -
যার আপন আলোর ঝলক আছে;
ক্ষুদ্র সে, তুচ্ছ নয়।
জীবন হোক বায়ুর মত কর্মব্যস্ত
প্রয়োজন অনুসারে বদলে যাক রূপ
কখনো শান্ত সমীরণ কখনো প্রবল গতিময়।
জীবন হোক নারিকেলের ন্যায় কঠোর
কিন্তু অন্তরের কোমলতা চির অম্লান.......
কঠোরতা যার অলঙ্কারস্বরূপ কোমলতা তার জ্যোতি।
জীবন হোক পাহাড়ের ন্যায় দৃঢ় .........
পাথরের মত রূঢ় নয়।
জীবন একটি নক্ষত্রের মত নয় -
হোক অসীম আকাশের ন্যায়,
যেখানে হাজার নক্ষত্র ঠাঁই খুঁজে নেয়।
জীবন হোক সমুদ্রের মত সুগভীর
নিজের কষ্টগুলো ডুবে থাক অনন্তকাল
আর হয়ে উঠুক রত্ন আকর.......
অন্যেরা খুঁজে ফিরুক জীবনের পাথেয়।