তুমি কি জীবন দেখেছো?
জীবন দেখেছি আমি। হরেক রকম জীবন।
জীবন দেখেছি ফুট পথে শুয়ে নিদ্রাগত
ছিন্নমূল মানুষের রাত্রি যাপনে-
যাদের মাথার নিচে কঠিন ইটের বালিশ।
তীব্র বেগে ধাবমান যানবাহন
সাঁ সাঁ আওয়াজ তুলে কান ঘেঁষে চলে যায়-
তবু এদের ঘুমে বিঘ্ন ঘটে না এক চুল।
গাঁ সওয়া যন্ত্রণা কভু বিরক্তি জন্মায় না;
আর তাই নিশ্চিন্তে নিশ্ছিদ্র নিদ্রা রাজ্যে
অপরিসীম ক্লান্তির শান্তিতে বিচরণ করে এরা।
জীবন দেখেছো তুমি?
জীবন দেখেছি আমি। হরেক রকম জীবন।


জীবন দেখেছি রাতের আঁধারে নিয়ন বাতির আলোয়
কালো কাপড়ে মোড়া পতিতা'র খদ্দের সন্ধানী ভঙ্গিমায়-
তুমি বা তোমরা যাদের নিচ জঘন্য ব'লে
গালি পেড়ে দূরে সরে যাও-
কিন্তু আমি, আমি জানি যখন সবগুলো
দরোজা একে একে বন্ধ হয়ে যায়,
ক্ষুধার জ্বালায় পেটে আগুনের ফুলকি ছোটে
তখন এরা খাবারের বিনিময় নিজেকে বানায়
নরপশুর খাদ্য। তোমার মত তারাও ভদ্রলোক
যারা পাশবিক অত্যাচারে হয় মত্ত;
আর এরা হাসি হাসি মুখে সমর্থন দিয়ে যায়
তখনই ঠিক তখনই চোখের কোনে গড়িয়ে পড়ে
এক বিন্দু অশ্রু জল। ঐ জল বর্ণহীন নয়-
ওতে রং আছে, বেদনায় বিষাক্ত নীল রং।
জীবন দেখেছো তুমি?
জীবন দেখেছি আমি। হরেক রকম জীবন।


চলবে......