নতুন ভূবনে নব প্রত্যয়ে নব জীবনের আশে-
এসেছি নবীন আমি নবরূপে ফটিক ধারায় ভেসে।
এসেছি মাতাল বসন্ত বায়ে কোমল পাতার মত
এসেছি ফুলের পাপড়ির ভাঁজে থাকা সুবাসের মত।
এসেছি উদাস বোশেখের দিনে ঘূর্ণি বায়ুর শ্বাসে
এসেছি রঙিন সাতরঙা ধনু যেমন আকাশে ভাসে।
এসেছি যে আমি প্রেম কুড়ানির মত তোমাদের নীড়ে,
নেবে কি আমারে দু'হাতে জড়ায়ে নাকি ঠেলে দেবে দূরে?
এসেছি পাহাড়ি ঢলের মতন দু কূল ভেজাতে বাণে
এসেছি ফোটাতে মরু বুকে ফুল সুরেলা পাখির গানে।
বীণাপানি হাতে সুর ঝংকার আমি সাত সুরে গাঁথা
গীত আনন্দে প্রাণে প্রাণে বাঁধি জীবনের জয়গাঁথা।
শিমুল পলাশ হিজলের বনে আগুন রঙের ফুল
শোভিত যেমন তেমনি রাতুল; ভুল নয় এক চুল।
জীবন দিয়েই জীবন গড়ি গো ফুলে ফুলে ভরি ধরা
নতুন প্রাণের উচ্ছ্বাসে মাতি, সুগন্ধে মাতোয়ারা।
বেদনারে আমি আপনার মাঝে সগৌরবে নেই শুষে
অপরের ব্যথা নিজের করি গো বিজয়ের হাসি হেসে।
সুখ-দুখ অতি তুচ্ছ বিষয়, এরে করি আমি হেয়
মৃত্যুরে আমি মেনেছি জগতে এ জীবনের পাথেয়।
প্রতিক্ষণে আমি মৃত্যুরে ধরি জড়িয়ে আলিঙ্গনে
জীবনে মরণে মিলে একাকার এ পাড়ের অঙ্গনে,
প্রতিবার মরে নতুন জনম লভি তোমাদের তরে
তোমাদের লাগি নিজেরে রেখেছি প্রেমের পেয়ালা করে।
অনিত্য পিছু ছুটে মরি নাকো অলীক সুখের মোহে
নিত্য বস্তু ভালবেসে পাই জীবন মরণ দোঁহে।