আমি যে এক আজব মানুষ
আজব কথা বলি
ইচ্ছে করে শূন্যে উঠে
আকাশ দিয়ে চলি।
ইচ্ছে করে উড়ে যাবো
নীল সাগরের দেশে
স্বপ্ন যেথায় নাচে গানে
খেলে হেসে হেসে।
সুখ যে সেথা হাতের মোয়া
যেমন খুশি চাই রে
সেথায় সুখে আপন ভোলা
যেথায় খুশি যাইরে।
বাঁধনহারা আমি, আমার
ভাবনা কিছু নাই গো
স্বপ্নে হাসি স্বপ্নে ভাসি
স্বপ্নে জেগে রই গো।
কষ্ট সেথায় প্রজাপতির
ডানায় চড়ে বসে
রোদের হাসি যায় ছড়িয়ে
আধার ভরা দেশে।
পাখি যেথায় গান গেয়ে যায়
বারটি মাস ধরে
সুরে সুরে সুর মিলিয়ে
আপন ভুবন গড়ে।
শান্ত সলীল হিমেল হাওয়ায়
ঢেউ খেলিয়ে চলে
একই বাতাস বনে বনে
ফুলে ফুলে দোলে।
যেথায় মেঘে প্রেমের চিঠি
ভেসে ভেসে আসে
যেথায় জলের ঝর্না ধারা
পরম সুখে মেশে।
সেথায় যাব সকল ফেলে
সকল বাঁধন টুটি
ফিরব না আর এই দেশেতে
যখন হবে ছুটি।