আজি মানবের ঘরে ঘরে তা থৈ তা থৈ তাণ্ডব নৃত্যে মাতে
এ কোন রাক্ষস রক্ত পিপাসু প্রাণনাশী বর্বর-
কী দারুণ দুর্দিন দেশে দেশে নগরে বন্দরে সাগরের পাড়ে পাড়ে
সূর্যোদয় কী সূর্যাস্ত একই কবরের আঁধারে নিমজ্জিত
জীবনে জীবনে সমাজে সমাজে সংক্রমিত অদৃশ্য জ্বরা-
শ্মশান শয্যায় শায়িত ভূমিতে উদ্ধত রক্তাক্ত দানবের হাঁকাহাঁকি
‍‌"আয় তবে রুখে দাড়া দেখি কত ক্ষমতা"
শুষ্ক প্রাণে ভয়ের ঢেঁকুর তুলে নির্বাক নিস্তব্ধ মানব।
অবরুদ্ধ ঘরে স্তব্ধ প্রাণে ভীত সন্ত্রস্ত নয়নে প্রশ্ন বিঁধে, হে জগতপতি,
এ কি তব লীলা নাকি পরীক্ষা ধার্মিকের নাকি মেতেছ সংহারে পাপী??