আকাশ কুসুম কল্পনাতে সময় করে নষ্ট
কাঁদবে শেষে একলা বসে পাবে বেজায় কষ্ট।
কাঁদার যখন সময় হবে থাকবে না কেউ পাশে
আসার কালে দুঃখরা যে দল বেঁধে সব আসে।
এখন যারা টানছে তোমায় নিত্য কোলাহলে
তারাই তখন কটূ কথায় ঢালবে গরল গলে।
দিন থাকিতে দিনের কদর করো যদি তবে
রাতের আঁধার দূরে যাবে হাসবে রবি পূবে।
বৃথা কাজে সময় যারা হেলায় করে বিনাশ
হঠাৎ তাদের পরীক্ষাতে মাথায় ভাঙে আকাশ।
ভাবনা ফেলে কাজটি ধরো এগিয়ে যাও পথে
পথেই মেলে পথের দিশা জীবনপুরের রথে।
ভাগ্যটাকে ভেংচি কেটে সময় ধরো চেপে
নিজের ললাট নিজেই লেখ কর্মদোলায় চেপে।
বিধাতাকে দোষ দিও না মন্দ কপাল বলে
ভাল মন্দ লভি মোরা নিজের জ্ঞানের ফলে।
মন্দ ভাল বিচার করা শিখতে হবে আগে
বশীকরণ বিদ্যা শিখে মনটা আনো বাগে।
ধীরতাহীন জীবন যেমন ভাসা টোপা পানা
কল্পতরুর গল্পরা ঠিক তেমনি বাঁধে দানা,
অলীক স্বপ্নে বিভোর করে নিকট করে দূরে
কাজের ঘরে ফাঁকি রেখে ব্যথা সাধে সুরে।
একটা সময় সময় ঠিকই এমনি যাবে চলে
ভাববে তখন কি যে হলো! একটু সময় পেলে-
ফলটি আমার অন্য হতো দেখতো সবে চেয়ে,
হায় ভগবান জীবন গেল চোখের জলে ধুয়ে!
পড়বে মনে কত কথা মাঝ জীবনের নদে
কোণঠাসা সে কথাগুলো মরবে ডুকরে কেঁদে।
এখন যেসব কটূ শোনায় তখন হবে মধুর
সময়ে যে বুঝতে পারে সেই তো কালের বিদূর।
যেদিন গেছে চলেই গেছে আর পাবে না ফিরে
দিনের শেষে সবাই যাবে কালের রথে চড়ে।
জীবন গড়ো এমন যেন বাঁচো মাথা তুলে
কালের গর্ভে তুমি রবে ঋক্ষ রূপে জ্বলে।।