টাকা-কড়ি ও ধন
চুরি করে যে জন
সেই কি শুধু হয় চোর?
বিবেকের দরবারে
ফাঁকি রাখে যে রে
হয় কি সে বড়জোড়?


দেখে-শুনে সবটা
চোখ বুজে থাকাটা
কিভাবে উচিত হয়?
ন্যায়-অন্যায় বিচারহীন
হার মানা চিরদিন
নিষ্ঠা কি এরে কয়?


মূল্যবোধের সোনা
বেঁচে খায় যে জনা
কি হয় তার পরিচয়?
সততার বুলি দাও
যা পাও তা লুফে নাও
এই কি সাধুর রূপ হয়?


কেবা সাধু কে চোর?
খুঁজিতে নিরন্তর
ছুটছি দ্বারে দ্বারে -
চারিদিকে যুঝে
চোর যে পাই না খুঁজে
কৃত্রিম সাধুর ভীড়ে!