যার আছে ক্ষত সেই জানে কত বিষম বেদনা সেথা
গাঁথা সুখ-হার ছিঁড়ে গেছে যার জবাব জানিবে হেথা।
ব্যথার পাহার বুকে আছে যার তারে শুধাও সে কথা
কেমনে সে বয় কোথা হতে পায় এত সহনশীলতা!
যাও তার কাছে যার মাতা গেছে শিশুকালে ছেড়ে তারে
কেমনে সে থাকে নীর কোথা রাখে যবে মা'কে মনে পড়ে!
খোঁজো সে অনাথে মরণের রথে চলে গেছে যার পিতা
দেখবে, কী করে হিসাবের ঘরে পরে থাকে ছেঁড়া পাতা।
যার নেই যোগ কেবল বিয়োগ বিশ্ব নিখিলে হায়
জানে সেই জনা নরক যাতনা কিরূপে সইতে হয়।
আশার সলতে জ্বলতে জ্বলতে হঠাৎ যখন নেভে
গগন বিদারি ব্যথার বিহারি মাতা নোনা জলে ডোবে।
যাও তার কাছে কীভাবে সে আছে অভাগী পুত্রহারা
কোন ছলনায় ভুলে দুনিয়ায় থাকে প্রাণপাখি ছাড়া!
দুখ দুখ করো কত দুখ পারো পরাণে রাখতে ধরে
কত দুখী জন ভ্রমিছে ভুবন জীবন পাষাণ করে।
সেই তুলনায় রয়েছো কোথায় মনে কত ব্যথা ভার
কভু নির্জনে ভেবেছ কি মনে সে কথা একটি বার?