অন্ধকারের দেয়াল ফুঁড়ে যে আলোর পেলাম দিশা
সে তোমারি জ্যোতি, হে জ্যোতির্ময়।।
জানি আমি জানি, এই আলোকেই রবি স্নান সেরে তবে,
সোনা রেখা ঢালে ত্রিভুবনময়।।


আঁধারে নিমজ্জিত ছিল যেই জন
স্নিগ্ধ স্পন্দিত এ কনক কিরণ
তারে তুলে নিল বর্ণিল দ্রুত রথে
তেজস্বী করে দিল জীবনের পথে
তম ঘেরা চোখে ঝলক উদয়।।


কালো কজ্জলে যে হৃদয় থাকে ঢাকা
তারও গভীরে তোমার প্রকাশ আঁকা
যে নয়ন তারে দেখিবারে নাহি পায়
আঁখির শুদ্ধি তার মিলে কী উপায়?
মুক্তির পথ- হেথা বাঁধা রয়।।