উড়ি উড়ি চলে সময় উড়ি উড়ি চলে
এইতো সেদিন ছোট্ট আমি ছিলাম মায়ের কোলে
অ আ ক খ হাতেখড়ি হলো খেলার ছলে
কেমন করে দিন গুলো সব উধাও হলো হায় রে।।


দুষ্টুমিতে ভরা আমার সেই সোনালী শৈশব
এক পলকে কোথায় যেন হারালো তার বৈভব
এইতো সেদিন দুরন্ত দিন কিশোরবেলার সৌরভ
কোথায় যেন ফেলে এলেম খুঁজে মরি হায় রে।।


কোথায় গেল অভিমানে গাল ফোলানো দিন রে
কোথায় গেল কেঁদে জিতে দোষ ভোলানো দিন রে
মনে পড়ে মায়ের ভয়ে সেই পালানো দৌড়ে
মিশে ছিল ভালবাসা আজও তারে চাই রে।।


মনে পড়ে চরক পূজায় মন মাতানো মেলা
মনে পড়ে মধ্য দুপুর ব্যাটে বলে খেলা
ইচ্ছে খুশি ছুটে চলা সকাল সন্ধ্যা বেলা
কোথায় তারে ছেড়ে এলেম আর কি পাবো হায় রে।


বন্ধু আমার ছিল যারা রইল পড়ে পথে
এখন তারা নিজের মত চলে নিজের রথে
আমি এখন আমার মতন নতুন সঙ্গী সাথে (তবু)
পুরানো সেই দিনগুলো যে ফিরে পেতে চাই রে।।