যতই গোপনে থাকতে চাই
ততই প্রকাশে যে এসে যাই
আমি আপনারে আড়াল করে
কী সুখে যেন গো জড়াতে চাই।


সে সুখ আমায় চকিত করে
আবার কোথায় যায় পালায়ে;
পলকে হারিয়ে হতাশ হয়ে
বিষম ব্যথায় কেঁদে বেড়াই।


আপন বেদন গোপন করি
দুখের সায়রে ভাসাই তরী
আঁখি নীর মোর বাঁধ মানে না
বয়ে চলে নদী, বিরতি নাই।


নিজেরই সাথে নিজের খেলা
আলো আঁধারির নিবিড় চলা
পিছনে কেবল স্মৃতির মেলা
লুকাই যা তাই আভাসে পাই।