আমরা সবাই আলোর পথের যাত্রী
জ্ঞানের আলোয় ঘুচাই আধার রাত্রি।
ধূপের মতন মোদের দহন মাত্র
সুবাস ছড়াই। বেদন বিহীন গাত্র।
হিংসা যেথায় আগুন জ্বালায় ভীষণ
আমরা সেথায় পিঠ পেতে সই পীড়ন
আমরা সেথায় গড়তে প্রেমের ভুবন
করছি নিলীন হাস্য মুখেই জীবন।
ঈর্ষা প্রধান যাদের পরাণ ভাইরে
বাঁধছি তাদের দিচ্ছি বুকত ঠাঁইরে;
করছি না ভেদ গোত্র বর্ণ জাতির
ইনসান যদি করছি তাদের খাতির।
যাদের হৃদয় ডুবছে নিকষ কালোয়
আমরা তাদের নিচ্ছি প্রেমের আলোয়;
দেখছে নয়ন নতুন ভুবন ওদের
বিষাদ পূর্ণ জীবন আছিল যাদের।
আমরা মানুষ আমরা মানুষ ভাইরে
জাত ভেদাভেদ কিছুই হেথায় নাইরে।।