কে শোনে কার আকুতি ভাই
কে বোঝে কার ব্যথা
এ দুনিয়ায় ব্যস্ত সবাই
ভাঙতে পরের মাথা।
নিজের মাথা রক্ষে চলা
ভীষণ বড় দায় রে।
কে যে কখন উঠায় লাঠি
সুধাবি কার ঠায় রে!
কারে বা তুই ভরসা করে
রইবি নিশ্চিত ঘরে
আস্থাটুকু কবর দিয়ে
করবে আঘাত জোরে।
বলতে গেলে লোকের কাছে
ধরবে তোরে চেপে
কেনো বাপু মরতে যাও হে
যায় যদি সে ক্ষেপে!
খিল দিয়ে তাই ঘরে থাকো
মুখটি রাখো বন্ধ
নাসিকাদ্বয় খুলে শোঁক
মগজ পচা গন্ধ।।