আমারে যেজন বাঁধিবে প্রেমের ডোরে
হেরিনু তাহারে আমি স্বপনের ঘোরে
চকিত চাহনি, চপল চলন তারি
সরু বাঁকা চাঁদ বসিছে অধর জুড়ি।
ঘনকালো কেশ খোলা হাওয়ায় দোলে
এমন মোহিনী দেখি নাই মহীতলে।
জোড়া ভ্রু'র মাঝে রাতুল শোভায় জ্বলে
রক্তিম টিপ আলোর-পাখনা মেলে
সূর্যের মত উদয়-শিখর পাড়ে
আমার গগন আলোয় তুলিছে ভ'রে।
সাধ জাগে প্রাণেতে, আলিঙ্গনে বাঁধি
না পেয়ে, নয়নে আলেখ্য লয়ে কাঁদি।