আজ যে আমার মন খারাপের দিন
ভাবছি নিরালে বাবার নিকট আছে
আমার কতই ঋণ।
আজ যে আমার মন খারাপের দিন।
যে ঋণে আমার গরবে ভরে গো বুক
সুখ জাগে খুব আবার ব্যথাও দেয়।
যেই ঋণে মোর ঋণী হতে আরো আরো
ভীষণ ইচ্ছে হয়।
সে ঋণে হাজার বছর থাকতে ডুবে
মোর পরাণে যে লয়।
ঐ না ঋণের ঋণী আমি আর কি রে
ভাই হবো কোন দিন।
আজ যে আমার মন খারাপের দিন।
রাত্রি যখন গভীর তখন আমি
একা জেগে কাঁদি আর খুঁজে ফিরি মোর
ভরসার সেই হাত;
যে হাত আমায় চলতে সাহস দিত
অজানা ভবিষ্যৎ
হারিয়ে ফেলেছি পরশ পাথর মোর
শুন্যে হয়েছে লীন-
আজ যে আমার মন খারাপের দিন।
সব চিন্তার সমাধান যেথা ছিল
কিছু না করেও যে সকল করে দিত
দিনান্তে সব ভালো
যার ইশারায় ওরে ঘুচে যেত হায়
আমার যত্ তো কালো
শেষের বেলায় তারে আন্ধার ঘরে
নামিয়ে হলাম ক্ষীণ
আজ যে আমার মন খারাপের দিন।