প্রায়শই একটি দৃশ্য নজরে আসে; সড়কে অসহায় রিকশা চালকের উপর আমাদের সমাজের
তথাকথিত শিক্ষিত, মার্জিত, ভদ্র লোকেরা ক্ষিপ্ত হন। কখনোবা চড় থাপ্পড় দিতেও কুণ্ঠাবোধ করেন না। এই ঘটনা আমাকে ভীষণ ভাবে নাড়া দেয় সেই তাড়না থেকেই আজকের এই কবিতা রচনায় ব্রতী হলাম।


রিকশাওয়ালা যবে, ধাক্কা দিল মোরে;
কোন কথা শুনি নাই, কষিলাম জোরে
গালে টেনে এক চড়! ঘুরে গেল পড়ে।
হাত জোড়ে মাফি মাগে, আমি তেড়েফুঁড়ে!
আমি ছিনু পথি মধ্যে, গেলুম তা চেপে;
সজল বৃদ্ধের চোখ; টেকে না তো ঢোপে।
সেথায় বেজায় ক্ষ্যাপে আরো কয় জনা
বলে; এরা ছোটলোক, মারেন ক'খানা।


ক্ষণ পরে মহা যুদ্ধ আপনাতে বাঁধে
ঘটাইনু এ কি কাণ্ড কোন অপরাধে;
যেন পোশাকি ভদ্রতা মুখোশ আড়ালে
সুশীল আর থাকি না পর্দা টেনে দিলে।
ছোট কাজ করে ওরা, বলি ছোটলোক;
ভদ্রলোক সাজি মোরা, অপকর্মে ঝোঁক।