চার দেয়ালে বন্দি আমি
আকাশ দেখি কল্পনায়;
পূর্ণ চাঁদে পূর্ণিমা
অঙ্গ ভেজে জোছনায়।


করি কুঞ্জবনে জ্যোৎস্নাবিলাস
দুলি ফুল দোলনায়;
বহে ঝিরিঝিরি দখিন হাওয়া
রজনীগন্ধা সুবাস ছড়ায়।


ঝিঁঝির নূপুর আজ করুন লাগে
মন ভরে যায় বেদনায়;
কবে কাটবে এ বন্দিদশা
কল্পনা নয় বাস্তবতায়।


আজ সবে বন্দির বন্দনা গায়
আমার পরাণ যে মানে না তায়;
তবুও কিছুকাল রবো রুদ্ধ ঘরে
এই মোর ব্রহ্মাস্ত্র মুক্তির তরে।