আঁখি আমার দিকে দিকে কারে খোঁজে
পিয়াসী মোন কার তরে যে ডোবে লাজে।।


কেমন যেন লুকোচুরি ঢঙে মেতে
গোপন রাখে আপনারে আমা হতে
প্রকাশ হেরি যদি মম আঁখি বোজে।।


তেমনি করে সে কি মোরে চেনে জানে
যেমনি তারে বাসি ভালো আমি প্রাণে
এই ভাবনা সদা জাগে হৃদি মাঝে।।


সকল ভুলে তারি তরে কাটে বেলা
হৃদ নগরে সুখে দুখে ছোট খেলা
এ বুঝি প্রেম মোর ভাবনার ভাঁজে ভাঁজে।