নির্ঘুম রাত কাটে পলকহীন চোখের পাতায়;
আছি আরাম কেদারায় গাঁ এলিয়ে, বারান্দায়;
বুকের ওপর 'শেষের কবিতা' খোলা।
আমি স্মৃতির রাজ্যে সুখ হাতড়ে বেড়াই,
মনে পড়ে, আমি বলেছি, প্রিয়তমা- ভালবাসি।
তুমি মুচকি হাসির বাণে বিঁধলে আমার পরাণ।
মনেপড়ে, আমার পরশে তোমার শিহরন;
অবনত মায়াবী কালো দুটি নয়ন; আমার হৃদস্পন্দন
থামিয়ে দেওয়া তোমার রাঙা অধর কাঁপন।
হাত বাড়াই, তোমার ছোঁয়া পেতে চায় মন।
কিন্তু তুমি কোথায়....
ফিরি বাস্তবতায়। হয়তো আর পাবো না তোমার দেখা।
অপূর্ণ প্রেম আমার; সূচনাতেই টেনেছি সমাপ্তি রেখা।
সুদূরে চোখ মেলি দারুন জোছনা।
হয়তো তুমি এই জোছনার স্নিগ্ধ শোভায় নয়ন ভিজাও;
প্রাণ ভরে শ্বাস নাও- অন্য কারো হাতে রেখে হাত।
এখানে আমি একলা নিঃসঙ্গ; আমার বিনিদ্র রাত।